মাছের ঘেরের পারে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা

মাছের ঘেরের পারে সবজির বাগান করে লাভবান হচ্ছেন অনেক কৃষক ঘেরে মাছ চাষ করার পাশাপাশি সবজির চাষ করে বাড়তি আয় করছেন সেখানকার স্থানীয় চাষিরা। আর সবজির ফলন ভালো থাকায় ও বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা।

কৃষকরা বলছেন, এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে দেরিতে সবজি চাষ করা হলেও দাম ভালো পাওয়ায় ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হচ্ছে। আবহাওয়া ঠিক থাকলে আগামীতে আরও বেশি সবজির চাষ করবেন বলেও জানান কৃষকরা।

প্রত্যেক দিন সকালে সাপ্তাহিক হাটগুলোতে কেউ মাথায় আবার কেউ ভ্যানে করে পাইকারদের কাছে সবজি বিক্রি করছেন। এসব পাইকারি হাটে মিলছে মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, লাউ, বেগুন, চালকমুড়া, শসাসহ বিভিন্ন ধরনের সবজি।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, এ জেলায় ঘেরে মাছের চাষ করার পাশাপাশি সবজির চাষ করে আর্থিকভাবে কৃষকরা লাভবান হচ্ছেন। এতে মাছ চাষের পাশাপাশি সবজি উৎপাদন করে সবজির চাহিদাও পূরণ করা যাচ্ছে। ঘেরে সবজি চাষ করার ব্যাপারে আমরা কৃষকদের সকল ধরণের সহযোগিতা করছি।

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার