শীঘ্রই বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ‘কথা দিলেন’ অভিনেতা… দেখুন ফটোগ্যালারী

সাত বছরের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা।  
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যেই বিয়ে করবেন তারা। কিন্তু ঐন্দ্রিলা হেসে বলেছিলেন- অঙ্কুশ কেন বিয়ের কথা বলল জানি না। ওর সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে তো, তাদের ছেলেমেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকছে। তাই হয়তো ওর মনে হয়েছে এবার বিয়ে করা দরকার। 

দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরেই জোর শোরগোল নেটপাড়ায়।
দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরেই জোর শোরগোল নেটপাড়ায়।

 

পরবর্তী ছবি দেখতে নিচের  NEXT  বাটনে চাপ দিন

Prev1 of 7
Use your ← → (arrow) keys to browse