





আজ ১৩ মার্চ ২০২২, রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন ও জানেন। জেনে নিন আজকে আপনার রাশিফল।
মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
কাজের জন্য কোনো স্থানে বারবার যেতে হতে পারে। খেলাধুলা থেকে জয় ও সম্মান লাভ। বিভিন্ন মানুষের সঙ্গে বিবাদের কারণে মানসিক চাপ বাড়বে। যাত্রাযোগ শুভ। আর্থিকযোগ মিশ্র।
বৃষ: (২১ এপ্রিল–২১ মে)
অশুভ নক্ষত্রের প্রভাবে উচ্চব্যক্তির কাছে অপমান বা তাচ্ছিল্য পেতে পারেন। মায়ের সঙ্গে কোনো বিবাদ হতে পারে। প্রেমে সফলতায় বিঘ্ন। বিদেশে কাজের ব্যাপারে পরিবারে আলোচনা হতে পারে। যাত্রাযোগ শুভ।



মিথুন: (২২মে-২১ জুন)
কর্মের কারণে বিদেশযাত্রা হতে পারে। আর্থিক চিন্তা বাড়বে। অংশীদারি ব্যবসা খুব একটা ভালো যাবে না। দাম্পত্য কলহ, তবে প্রেমের যোগ শুভ। সন্তানের ব্যাপারে চিন্তা বাড়বে। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা- ১৯
কর্কট: (২২ জুন-২২ জুলাই)
আজ কাজ অনেকটাই বাড়তে পারে। ব্যবসায় মন্দার জন্য চিন্তা বাড়বে। কাজের জন্য দূরে যেতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের সম্পর্কে গোপনে বাধা আসতে পারে। শুভ রং: লাল, শুভ সংখ্যা- ৯২



সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
বহুদিনের কোনো আশা পূরণ হতে পারে। তবে কোনো বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাড়তি কোনো চিন্তা মন খারাপ করতে পারে। কাজের জন্য বাড়িতে সময় দিতে না পারার আক্ষেপ। আর্থিকযোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
প্রিয়জনের সঙ্গে বিবাদ, বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। সংসার উন্নতির জন্য শত চেষ্টা করলেও বতর্মানে সমস্যা থেকেই যাবে। বন্ধুর কারণে মানসিক অশান্তি বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নিতে হতে পারে।



তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
অতিরিক্ত রাগের কারণে বিপদ আসতে পারে। পিত্তরোগে সমস্যা বাড়তে পারে। প্রেমের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। বাড়তি খরচের জন্য পরিবারে সঙ্গে বিবাদ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
অপরের ভালো করতে গিয়ে বিপদ আসতে পারে। কাজের দ্বারা মনের ইচ্ছে পূরণ হতে পারে। হতাশা গ্রাস করতে পারে। পেটের সমস্যা বাড়বে। প্রেম নিয়ে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা।



ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
উচ্চব্যক্তির দ্বারা শ্রীবৃদ্ধি। পড়াশোনার দিকে ভালো সাফল্য আসতে পারে। ব্যবসা থেকে বাড়তি আয় আসতে পারে। প্রেম নিয়ে রাগ বা উত্তেজনা হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে।
মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কথা দিয়ে আজ কথা রাখতে পারবেন না। বেকারদের জন্য কোনো ভালো কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় কিছু ক্ষতিও হতে পারে। কর্মস্থানে সম্মান বাড়বে। প্রেমযোগ মিশ্র।



কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ হতে পারে। অতিরিক্ত কাজের চাপে শরীরে দুর্বল ভাব হতে পারে। বাবার সঙ্গে কোনো বিবাদের কারণে কাজের ক্ষতি হতে পারে। প্রেমের সম্পর্ক খারাপের যোগ।
মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিবাদ মিটে যাওয়ার খবর বাড়িতে আসতে পারে। অপরের উপর নির্ভর করে কাজ করতে হবে। ব্যয় বেশি হতে পারে। নতুন প্রেমের প্রস্তাব। দাম্পত্যযোগে নতুন খবর।





